মোদির ‘চা–ওয়ালা’ ভিডিও ভাইরাল, ভারতজুড়ে তুমুল বিতর্ক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১৭:০০
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়—আন্তর্জাতিক একটি সম্মেলনের রেড কার্পেট ইভেন্টে স্যুট–বুট পরিহিত মোদি হাতে কেটলি ও চায়ের গ্লাস নিয়ে হাঁটছেন। পেছনে সারিবদ্ধভাবে রয়েছে বিভিন্ন দেশের পতাকা। হাঁটতে হাঁটতে তিনি ডেকে বলছেন, “চাই বোলো, চাইয়ে!”
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ভিডিওটি আসলে এআই দিয়ে তৈরি। এটি শেয়ার করেছেন কংগ্রেস নেত্রী রাগিনী নায়েক। পোস্টে তিনি লেখেন, “এটা আবার কে করল?” ভিডিওটি প্রকাশের সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে যায় এবং মুহূর্তেই নতুন বিতর্কের জন্ম দেয়।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই ভারতের রাজনীতিতে উত্তেজনা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এ ধরনের বিকৃত এবং বিভ্রান্তিকর ভিডিও ইচ্ছাকৃতভাবে ছড়ানো হচ্ছে প্রধানমন্ত্রীকে হেয় করার উদ্দেশ্যে।
উল্লেখ্য, নরেন্দ্র মোদি অতীতে বহুবার নিজেকে ‘চা–ওয়ালা’ পরিচয়ে তুলে ধরেছেন এবং রাজনৈতিক বক্তৃতায় তার ছোটবেলার জীবনসংগ্রামের কথাও বলেছেন। তবে এআই–নির্মিত এ ধরনের ভিডিও দেখে বিজেপি ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে এবং এটিকে রাজনৈতিক বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।