বৃহঃস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা প্রক্রিয়া আরও কঠোর করল ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ১৩:০৬

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মী আনার সবচেয়ে বড় ভিসা কর্মসূচি এইচ-১বি ভিসা নিয়ে আরও কঠোর পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। গত মঙ্গলবার (২ ডিসেম্বর) বিদেশে মার্কিন দূতাবাসগুলোতে পাঠানো একটি বার্তায় কনস্যুলার কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, যে কোনো আবেদনকারীর জীবনবৃত্তান্ত এবং তাদের সঙ্গে ভ্রমণকারী পরিবারের তথ্য যাচাই-বাছাই করতে।

বার্তায় বলা হয়েছে, আবেদনকারীরা ভুল তথ্য দেননি কিনা, তথ্য-পরীক্ষা, বাক স্বাধীনতা ও অনলাইন সুরক্ষা মানা হচ্ছে কিনা, এবং মার্কিন আইনবহির্ভূত কাজে জড়িত নন—সেটি খতিয়ে দেখতে হবে। বিশেষভাবে প্রযুক্তি খাতে কর্মরত এইচ-১বি আবেদনকারীদের জন্য কঠোর পর্যালোচনা করা হবে।

২০০৪ সালে চালু হওয়া এই ভিসা অনুযায়ী প্রতি বছর ৮৫ হাজার বিদেশি বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি পান। এ সুবিধা গ্রহণ করে অ্যামাজন, গুগল, মাইক্রোসফট, মেটা ও অ্যাপলের মতো শীর্ষ প্রযুক্তি কোম্পানি। ভারতের পেশাজীবীরা এই ভিসার সবচেয়ে বড় উপকারভোগী।

ট্রাম্প প্রশাসন নতুন নিয়মের অধীনে এখন থেকে অস্থায়ী এইচ-১বি ভিসা প্রদানের পরিকল্পনা করছে। বিদেশি কর্মীরা কয়েক বছরের জন্য যুক্তরাষ্ট্রে আসবেন, মার্কিন কর্মীদের প্রশিক্ষণ দেবেন, এবং পরবর্তীতে দেশে ফিরে যাবেন। এ নীতি বিদেশি কর্মীদের ওপর দীর্ঘমেয়াদি নির্ভরতা কমিয়ে, মার্কিন কর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে নেওয়া হয়েছে।

নতুন নিয়মে ভিসা আবেদনকারীদের ফি এক লাখ ডলার নির্ধারণ করা হয়েছে। তবে যারা ইতিমধ্যেই এইচ-১বি ভিসা পেয়েছেন, তাদের পুনঃপ্রবেশে কোনো ফি দিতে হবে না।

ট্রাম্প প্রশাসনের লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রে উৎপাদন শিল্প ও সেমিকন্ডাক্টর খাতকে পুনর্গঠন করা এবং মার্কিন কর্মীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাবলম্বিতা নিশ্চিত করা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top