বাংলাদেশ-পাকিস্তান রুটে ফ্লাইট চালু করার প্রস্তুতি নিচ্ছে
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ১৬:০৭
পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান জানিয়েছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দ্রুতই করাচি রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা করছে।
বুধবার (৩ ডিসেম্বর) ফরেন সার্ভিসেস অ্যাকাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি চলছে। আমাদের জাতীয় এয়ারলাইন্স খুব শিগগিরই করাচিতে সপ্তাহে তিনটি ফ্লাইট চালাবে।”
ভারতীয় আকাশসীমা ব্যবহার নিয়ে প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, “যেভাবে ভারতীয় উড়োজাহাজ বাংলাদেশ আকাশসীমা ব্যবহার করতে পারে, ঠিক একইভাবে আমাদের বিমানও ভারতের আকাশসীমা ব্যবহার করে পাকিস্তানের উদ্দেশ্যে উড়বে।”
সূত্র জানায়, পাকিস্তানি এয়ারলাইন্সগুলোর ওপর ভারতের চলমান আকাশপথ সীমাবদ্ধতার কারণে ঢাকা-পাকিস্তান রুটে পাকিস্তানি ক্যারিয়ারের ফ্লাইট চালু হওয়া আপাতত সম্ভব নয়।
এছাড়া, হাইকমিশনার প্রশিক্ষণরত তরুণ কূটনীতিকদের সঙ্গে আঞ্চলিক সংযোগ, বাণিজ্য ও রাজনীতি নিয়ে আলোচনাও করেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় বিশাল সম্ভাবনা থাকা সত্ত্বেও সীমিত প্রবেশাধিকার, সীমান্তবাধা ও আঞ্চলিক রাজনীতি অর্থনৈতিক উন্নয়নের পথ বাধাগ্রস্ত করছে।
ইকবাল হুসাইন খান মনে করেন, পাকিস্তান-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বৃদ্ধি করা সম্ভব। তিনি উল্লেখ করেন, অতীতে রেল যোগাযোগের কারণে বাণিজ্য সহজ ছিল, কিন্তু বর্তমানে পাকিস্তানের খেজুর আঞ্চলিক বাজারে পৌঁছায় দুবাই ঘুরে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে বাংলাদেশের তরুণ সমাজে নতুন আশা তৈরি হয়েছে। নতুন নেতৃত্ব আসার পর আঞ্চলিক সংযোগ আরও দৃঢ় হবে এবং অর্থনৈতিক অগ্রগতির নতুন দ্বার খুলবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।