পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে ফের উত্তেজনা, গভীর রাতে ব্যাপক গোলাগুলি
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১১
পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত এলাকায় আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) গভীর রাতে দুই দেশের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। বিষয়টি দুই পক্ষের কর্মকর্তারা নিশ্চিত করলেও এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আফগান তালেবানের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ অভিযোগ করে বলেন, পাকিস্তানি বাহিনী কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলায় আকস্মিক হামলা চালিয়েছে। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র দাবি করেন, আফগান বাহিনী চামান সীমান্তে ‘অযৌক্তিকভাবে’ গুলি ছুড়তে শুরু করে।
পাকিস্তানি মুখপাত্র মুশাররফ জাইদি জানান, পাকিস্তান বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং দেশটির ভৌগোলিক অখণ্ডতা ও নাগরিকদের নিরাপত্তায় সরকার অটল।
সপ্তাহের শুরুতে ব্যর্থ শান্তি আলোচনার পরই এই গোলাগুলির ঘটনা ঘটে। কাতার, তুরস্ক ও সৌদি আরবের মধ্যস্থতায় সৌদি আরবে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশই নাজুক যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত হয়েছিল। তবে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় সীমান্তে আবারও উত্তেজনা দেখা দিয়েছে।
পাকিস্তানের অভিযোগ—আফগানিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠীগুলো সাম্প্রতিক সময়ে পাকিস্তানে হামলা চালাচ্ছে। এসব হামলার পেছনে আফগান নাগরিকদের সম্পৃক্ততার প্রমাণও পাওয়া গেছে বলে দাবি ইসলামাবাদের। তবে কাবুল এসব অভিযোগ অস্বীকার করে জানায়, পাকিস্তানের ভেতরের নিরাপত্তা পরিস্থিতির জন্য তারা দায়ী নয়।
উল্লেখ্য, ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর সীমান্তে কয়েক দফা সংঘর্ষ হলেও গত অক্টোবরের গোলাগুলিই ছিল সবচেয়ে প্রাণঘাতী, যেখানে বহু মানুষ নিহত হন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।