মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন হুমায়ূন কবীর
মুর্শিদাবাদ প্রতিনিধ | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১১:০৪
ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পূর্ণ হওয়ার দিনে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা ও বিধায়ক হুমায়ূন কবীর।
কলকাতা হাইকোর্টে দায়ের করা মামলার পর ডিভিশন বেঞ্চ কোনো হস্তক্ষেপ না করায় ভিত্তিপ্রস্তর স্থাপনে এখন কোনো আইনি বাধা নেই। তবে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, এই ঘটনা ঘিরে সম্ভাব্য উত্তেজনা রোধে রাজ্য সরকারকে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ কাঠামো ভেঙে ফেলা হয়। হুমায়ূন কবীর আজকের দিনটি বেছে নিয়েছেন মুর্শিদাবাদের বেলডাঙায় ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য।
ডিভিশন বেঞ্চের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথি সেন বলেছেন, রাজ্য সরকারকে আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে এবং নাগরিকদের জীবন ও সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করতে হবে।
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানিয়েছেন, অশান্তি রোধে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ডেপুটি সলিসিটর জেনারেল রাজদীপ মজুমদার জানান, সিআইএসএফের ১৯টি কোম্পানি ইতিমধ্যেই উপস্থিত রয়েছে। রেজিনগর ও আশেপাশে ৩৫০০ জনের র্যাফ ইউনিট এবং ১২ নম্বর জাতীয় সড়কের সুরক্ষার জন্য বিএসএফের দুটি কোম্পানি প্রস্তুত রাখা হয়েছে।
হুমায়ূন কবীর জানিয়েছেন, “মূল অনুষ্ঠান দুপুর ১২টায় শুরু হবে। দুই ঘণ্টা কোরআন পাঠ করা হবে। কোনো বক্তৃতা, রাজনৈতিক প্রতিনিধিত্ব বা দলীয় পতাকা থাকবে না। আমি ২ হাজার স্বেচ্ছাসেবকের সঙ্গে উপস্থিত থাকব।”
হুমায়ূন বর্তমানে মুর্শিদাবাদের ভরতপুর আসন থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক। বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়ার পর তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের খবরের পর তিনি আগামী ২২ ডিসেম্বর নতুন রাজনৈতিক দল গড়ার ঘোষণা দিয়েছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।