সুরক্ষার জন্য নিজের ‘দুর্গ’ নিয়ে ভারতে আসছেন পুতিন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১২:১৬

সংগৃহীত

ভারত সফরেও নিজের অত্যাধুনিক নিরাপত্তাবেষ্টিত গাড়ি সঙ্গে নিয়ে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার আরাস মোটরস নির্মিত এই ‘আরাস সেনেট’ লিমুজিনটি দীর্ঘদিন ধরেই পুতিনের ব্যক্তিগত যাতায়াতের প্রধান বাহন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। যেন তার ছায়াসঙ্গী—নিরাপত্তার দেবালয়।

রাষ্ট্রপ্রধানের প্রয়োজনের কথা মাথায় রেখে তৈরি এই বিশেষ লিমুজিনটি বুলেটপ্রুফ তো বটেই; ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন হামলা এমনকি রাসায়নিক আক্রমণ থেকেও সুরক্ষিত থাকার ক্ষমতা রাখে। গাড়িটির টায়ার পুরোটাই নষ্ট হয়ে গেলেও সেটি সহজেই চলাচল করতে পারে। পানিতে পড়ে গেলেও ভেসে থাকার সক্ষমতা রয়েছে।

গাড়িটির কেবিনে রয়েছে অত্যাধুনিক এয়ার পিউরিফিকেশন সিস্টেম, যা বাইরের যেকোনো বিষাক্ত গ্যাস বা রাসায়নিক উপাদান ভেতরে প্রবেশ করতে বাধা দেয়। পাশাপাশি এতে রয়েছে শক্তিশালী ইঞ্জিন, যা কয়েক সেকেন্ডের মধ্যেই গাড়িটিকে শূন্য থেকে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে পৌঁছে দিতে পারে।

মূল্য প্রায় ৬ লাখ ১৭ হাজার ডলার—এই বিলাসবহুল ও সুপার সিকিউর লিমুজিনটি পুতিনের প্রায় সব আন্তর্জাতিক কূটনৈতিক সফরেই ব্যবহৃত হয়। নিরাপত্তা বিশেষজ্ঞদের ভাষ্যমতে, এটি যেন চলমান এক ‘সুরক্ষা দুর্গ’।

নাহার

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top