শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে ধাপে ধাপে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ আগষ্ট ২০২১, ২২:১০

শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে ধাপে ধাপে

১৭ মাসের বেশি সময় বন্ধ থাকার পর সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিকল্পনা করছে সরকার। এক্ষেত্রে প্রথমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা গ্রহণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে আনা হবে বলে ভাবছে সরকার।

শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সূত্রে এমন তথ্য জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হলেও এরপর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দিতে চায় সরকার। প্রথমে বিশ্ববিদ্যালয়গুলোর খুলে আটকে থাকা স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষাগুলো আগে নেয়া হবে। এরপর ধাপে ধাপে কলেজ ও বিদ্যালয় খুলে দেয়া হবে।

এর আগে দুইবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার কথা জানালেও করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সেটা সম্ভব হয়নি। এবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে দেয়া হচ্ছে না আগাম কোনো ঘোষণা। যতদূর সম্ভব শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তাদের ভ্যাকসিনের আওতায় এনে তারপর খোলার ঘোষণা দেয়া হবে।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের টিকার কার্যক্রম চলছে দ্রুত গতিতে। আবাসিক শিক্ষার্থীদের টিকা দেয়া শেষ করার পর দেয়া হবে অনাবাসিক শিক্ষার্থীদের টিকা। এ ছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালযয়ের শিক্ষার্থীদের টিকা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. ফেরদৌস জামান বলেন, ‘আবাসিক শিক্ষার্থীদের টিকা দেয়া শেষ হলেই অনাবাসিক শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু হবে। অনাবাসিক শিক্ষার্থীদের যারা প্রথম বা দ্বিতীয় বর্ষে পড়েন, তাদের অনেকেরই জাতীয় পরিচয়পত্র নেই। তাই তাদের স্টুডেন্ট আইডি কার্ড নম্বরের মাধ্যমে টিকা দেয়া যায় কিনা, সে ব্যাপারেও আলাপ-আলোচনা করছি।’

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top