সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

চট্টগ্রামে পুলিশের গোপন বার্তা ফাঁস, কনস্টেবল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৫, ১৩:৫৯

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে পুলিশের অভ্যন্তরীণ বার্তা ফাঁসের ঘটনায় এক কনস্টেবল গ্রেপ্তার হয়েছেন। অমি দাশ নামের ওই কনস্টেবলকে খুলশী থানা পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। তিনি টেলিকম ইউনিটে কর্মরত ছিলেন, প্রেষণে খুলশী থানায় দায়িত্ব পালন করছিলেন।

ঘটনার সূত্রপাত ১২ আগস্ট। আওয়ামী লীগের মিছিলে পুলিশের এক কর্মকর্তা গুরুতর আহত হওয়ার পর সিএমপি কমিশনার হাসিব আজিজ ওয়াকিটকিতে নির্দেশ দেন—অস্ত্রধারীদের দেখামাত্র গুলি চালানোর।

এই বার্তা গোপন থাকার কথা থাকলেও ভিডিও আকারে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে অস্বস্তিতে পড়ে সিএমপির শীর্ষ কর্তারা। তদন্ত চালিয়ে শনাক্ত করা হয় অমি দাশকে।

কমিশনারের নির্দেশনায় বলা হয়েছিল—অস্ত্র কিংবা ধারালো অস্ত্র বের করার সঙ্গে সঙ্গে পুলিশ গুলি চালাবে। আত্মরক্ষার অধিকার ব্যবহার করে সরকারি গুলির সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করার নির্দেশও দেন তিনি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top