রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

২০২৫ সালের এইচএসসি–আলিম ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১১:১২

ছবি: সংগৃহীত

২০২৫ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল রবিবার (১৬ নভেম্বর) প্রকাশ করেছে দেশের সব শিক্ষা বোর্ড। সকাল ১০টায় নয়টি সাধারণ শিক্ষাবোর্ডসহ মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড তাদের নিজস্ব ওয়েবসাইটে একযোগে ফল প্রকাশ করে। যেসব শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন, তাদের নম্বরেও এসএমএসের মাধ্যমে ফল পাঠানো হচ্ছে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, শিক্ষার্থীদের প্রতিটি আবেদন সতর্কতার সঙ্গে পুনঃনিরীক্ষণ করা হয়েছে। শিক্ষার্থীরা তাদের ফল ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেখতে পারবেন।

বোর্ড সূত্র জানায়, এবার পুনঃনিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। দেশের ১১ বোর্ডে মোট ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার খাতা পুনঃনিরীক্ষণের জন্য জমা দিয়েছেন। সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে, আর সবচেয়ে কম বরিশাল বোর্ডে।

বিষয়ভিত্তিকভাবে ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে আবেদন সবচেয়ে বেশি এসেছে। চলতি বছরের মূল ফল প্রকাশ করা হয় ১৬ অক্টোবর, আর পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়েছিল ১৭ থেকে ২৩ অক্টোবর। প্রতিটি বিষয়ে ফি ছিল ১৫০ টাকা।

উল্লেখ্য, চলতি বছর সারাদেশের ৯,১৯৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন, পাসের হার ৫৮.৮৩ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৬২.৯৭ শতাংশ, ছাত্রদের ৫৪.৬০ শতাংশ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top