ঢাবিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের উত্তরপত্র আলাদা প্যাকেটে প্রেরণের নির্দেশ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬, ১৫:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পরীক্ষার উত্তরপত্র পৃথক প্যাকেটে সংরক্ষণ করে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে প্রেরণের নির্দেশ দিয়েছে। প্যাকেটের উপরে স্পষ্টভাবে ‘বিশেষ চাহিদাসম্পন্ন’ উল্লেখ করার কথা বলা হয়েছে।
গত সোমবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত ডিনস কমিটির সভার সুপারিশের আলোকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়মিতভাবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণে সুবিধা প্রদানে আন্তরিক। ২০২২ সালে এক সিন্ডিকেট সভায় ডিনস কমিটি ও একাডেমিক কাউন্সিলের সুপারিশে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পরীক্ষা সময়সীমা প্রতি ঘণ্টায় ১০ মিনিট বৃদ্ধি করার সিদ্ধান্ত অনুমোদিত হয়েছিল।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।