বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টের ফেলোশিপের আবেদন আহ্বান
তথ্য প্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৬, ০৯:৪৬
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট উচ্চতর শিক্ষায় ফেলোশিপের জন্য দেশের প্রকৃত নাগরিকদের কাছে অনলাইনে আবেদন আহ্বান করেছে। আবেদন করা যাবে এখানে।
ফেলোশিপের আওতায় শিক্ষার্থী দেশ ও বিদেশে উচ্চতর শিক্ষার জন্য আবেদন করতে পারবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ফেলোশিপে আবেদনকারীকে নির্ধারিত যোগ্যতা ও শর্তগুলো পূরণ করতে হবে।
অধ্যয়ন/গবেষণার ক্ষেত্রসমূহ
-
পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, গণিত, পরিসংখ্যান
-
জীববিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, পাবলিক হেলথ ও প্রিভেনটিভ মেডিসিন
-
জীবপ্রযুক্তি ও অণুজীববিজ্ঞান
-
ইঞ্জিনিয়ারিং ও স্থাপত্য বিদ্যা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
-
ভূগোল ও পরিবেশবিজ্ঞান, কৃষিবিজ্ঞান, খাদ্য ও পুষ্টিবিজ্ঞান, সমুদ্রবিজ্ঞান
-
অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, মৎস্যবিজ্ঞান, পশুচিকিৎসা ও পশুপালন
-
কনভেনশনাল ও নন-কনভেনশনাল এনার্জি, জ্বালানি গবেষণা, নিউক্লিয়ার পাওয়ার, নিউক্লিয়ার টেকনোলজি, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
-
আরবান ও রিজিওনাল ডেভেলপমেন্ট প্ল্যানিং, এক্সপ্লোরেশন অব মিনারেলস অ্যান্ড পেট্রোলজি
-
ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, রোবোটিকস ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
আবেদনকারীর যোগ্যতা
১. প্রার্থীর অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে।
২. এমএস/এমফিল/সমমান কোর্সের জন্য আবেদনকারীর বয়স ৩৫ বছরের নিচে, পিএইচডির জন্য ৪২ বছরের নিচে হতে হবে।
৩. বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন করতে হলে শুধুমাত্র ‘The Times Higher Education’–এর সর্বশেষ World University Rankings ১–৪০০ র্যাঙ্কিংধারী বিশ্ববিদ্যালয় থেকে চূড়ান্ত অফার লেটার থাকা আবশ্যক।
৪. আবেদন গ্রহণের শেষ তারিখ পর্যন্ত বৈধ IELTS (Academic), TOEFL iBT বা PTE Academic স্কোর থাকতে হবে।
৫. আবেদনের ফি:
-
দেশে: ২,০০০/- টাকা
-
বিদেশে: ৫,০০০/- টাকা
৬. নীতিমালা-২০২৫ অনুসরণ করে আবেদন করতে হবে। বিস্তারিত নীতিমালা ও চেকলিস্ট এখানে পাওয়া যাবে।
প্রয়োজনীয় কাগজপত্র
সফলভাবে অনলাইনে আবেদনপত্র পূরণ করার পর, আবেদনকারীর অবশ্যই প্রিন্ট কপি ও ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি সহ সব কাগজপত্র ১ম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত করে এ-৪ সাইজে স্পাইরাল বাইন্ডিং করতে হবে।
ঠিকানা:
প্রধান নির্বাহী কর্মকর্তা
বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট
১১তম তলা, জাতীয় বিজ্ঞান প্রযুক্তি কমপ্লেক্স (এনএসটিসি)
আগারগাঁও, শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭
কাগজপত্র ২২ ফেব্রুয়ারি ২০২৬ এর মধ্যে রেজিস্টার্ড ডাক/কুরিয়ার/বাহকের মাধ্যমে পৌঁছাতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
-
আবেদন শুরু: ১৮ নভেম্বর ২০২৫
-
আবেদন শেষ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:৫৯
যোগাযোগ
-
ফোন: +880 1713-157012, +8801796-244480
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।