দীর্ঘ বিলম্বের পর আবারও কাবুল থেকে প্রস্থান শুরু

ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ২১ আগষ্ট ২০২১, ১৮:০৫

কাবুল বিমানবন্দরে মার্কিন এক মেরিন সেনার সাথে কথা বলছে আফগান মহিলা

ভীড়ের কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর আবারও কাবুল বিমানবন্দর থেকে প্রস্থান শুরু হয়েছে। কাবুল থেকে প্রস্থানকারীদের বিমানে করে আপাততঃ নিয়ে রাখা হচ্ছে কাতারে। এজন্য দেশটিকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

২০ আগস্ট শুক্রবার, হোয়াইট হাউস থেকে এক টিভি বক্তব্যে জো বাইডেন বলেন, এটা হচ্ছে স্মরণকালের বড় এবং খুব কঠিন একটা প্রস্থান কাজ। তিনি জানান, মার্কিন সৈন্যরা ১৪ আগস্ট থেকে এ পর্যন্ত ১৩ হাজার মানুষকে বিমানে করে প্রস্থান কাজে সহযোগিতা করেছে। আর জুলাই থেকে এ পর্যন্ত আফগানিস্তান থেকে ১৮ হাজার মানুষকে সরানো সম্ভব হয়েছে।

এদিকে জাতিসংঘের এক রিপোর্ট বলা হয়েছে, তালেবান যোদ্ধারা তালিকা অনুযায়ি ঘরে ঘরে যাচ্ছে, যারা মার্কিন  বা ন্যাটো বাহিনীর সাথে কাজ করেছিলো। এমন কাজে তালেবানের প্রতিশোধের ভয়ে আফাগানিদের মাঝে ভয় বাড়ছে।

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top