মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

সিলেট-৩ আসনে জয়ী হলেন আ:লীগের হাবিব

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২১, ০৪:৪৪

সিলেট-৩ আসনে জয়ী হলেন আ:লীগের হাবিব

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব বিশাল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন।

শনিবার (৪ সেপ্টেম্বর) ভোট গ্রহণের পর বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) সবগুলো কেন্দ্র মিলিয়ে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব (নৌকা) পেয়েছেন ৮৯ হাজার ৭০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক (লাঙ্গল) পেয়েছেন ২৪ হাজার ৬০৪ ভোট।

প্রধান প্রতিদ্বন্দ্বী আতিকুর রহমান আতিক থেকে ৬৫ হাজার ১০১ ভোটের ব্যবধানে এগিয়ে নৌকার হাবিবুর রহমান হাবিব।

এদিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পূর্ণাঙ্গ ঘোষণার আগেই এমন ফলাফলের পর বিজয়ী নৌকার প্রার্থী হাবিবকে অভিনন্দন জানিয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের প্রার্থী আতিকুর রহমান আতিক। এ সময় তিনি বিজয়ী প্রার্থীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, সিলেট-৩ আসনে প্রথমবারের মতো ইভিএম এর মাধ্যমে ভোট দিয়েছেন ভোটাররা। মোট প্রায় সাড়ে ৩ লাখ ভোটারের মধ্যে বেসরকারি ফলাফল অনুযায়ী ১ লাখ ১৪ হাজার ৩০৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নির্বাচনে বাকি দুই প্রার্থী ছিলেন- স্বতন্ত্র প্রার্থী বিএনপি দলীয় সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী জুনায়েদ মোহাম্মদ মিয়া।

এনএফ৭১/২০২১



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top