এমপি শিমুল করোনায় আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২২, ০৫:০০

এমপি শিমুল করোনায় আক্রান্ত
নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শিমুল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার (৩০ জানুয়ারি) দুপুরে এমপি শিমুলের সহকারী একান্ত সচিব প্রভাষক আকরামুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সংসদ অধিবেশন শেষ হওয়ার পর শুক্রবার (২৮ জানুয়ারি) করোনা পরীক্ষার জন্য এমপি শফিকুল ইসলাম শিমুলের নমুনা দেওয়া হয়। শুক্রবার রাতেই পজিটিভ রিপোর্ট আসে। এমপি শারীরিকভাবে ভালো আছেন। আপাতত জ্বর, সর্দি, মাথা ব্যথা এবং শারীরিক দুর্বলতা ছাড়া অন্য কোনো শারীরিক সমস্যা বা উপসর্গ নেই।
জানা গেছে, এমপি শিমুল করোনার প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। কিন্তু বুস্টার ডোজ এখেনো নেননি।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: এমপি শিমুল
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।