রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

ধলেশ্বরীতে ফেরি থেকে ট্রাকসহ পাঁচ যান নদীতে, তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি | | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ১৫:২৬

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদী পারাপারের সময় চলন্ত ফেরি থেকে একটি ট্রাকসহ পাঁচটি যানবাহন নদীতে পড়ে তিনজন নিহত হয়েছেন। শনিবার (রাত) এ দুর্ঘটনা ঘটে। পরে গভীর রাতে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন মোটরসাইকেল চালক রফিক, ভ্যানচালক স্বাধীন ও প্রবাসী মাসুদ।

স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের নরসিংপুর এলাকা থেকে ফেরিটি ছেড়ে ধলেশ্বরী নদীর মাঝামাঝি পৌঁছালে হঠাৎ করে ফেরিতে থাকা একটি ট্রাক চালু হয়ে যায়। ট্রাকটি সামনের দিকে এগোতে থাকলে তার সামনে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়ি নদীতে পড়ে যায়।

ঘটনার পরপরই ফেরিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করলে খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়।

বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান জানান, ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে ট্রাকসহ কয়েকটি যানবাহন পানিতে পড়ে যায়। এ ঘটনায় শনিবার গভীর রাতে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top