বৃহঃস্পতিবার, ৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

বাবার মোটরসাইকেল থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ জুলাই ২০২২, ০৫:৪৭

বাবার মোটরসাইকেল থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড বায়েজিদ বোস্তামী লিংক রোডে সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রী নিহত হয়েছেন। শনিবার (২৩ জুলাই) দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেহা জাহান জেবা চট্টগ্রাম এনায়েত বাজার মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কলেজছাত্রী বাবার মোটরসাইকেলের পেছনে বসে এনায়েত বাজার মহিলা কলেজে যাওয়ার জন্য রওনা করেছিলেন। পথিমধ্যে বায়েজিদ লিংক রোডের ৩ নং ব্রিজের কাছাকাছি পৌঁছালে কাদা মাটিতে পিছলে মোটরসাইকেল থেকে দুইজন ছিটকে পড়েন। এ সময় জেবা রাস্তায় ছিটকে পড়লে পেছন থেকে দ্রুত গতির একটি গাড়ি তাকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাবার তেমন সমস্যা হয়নি। হাতে সামান্য ব্যথা পেয়েছেন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top