বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে ওসমানী মেডিকেলের সব ফটক বন্ধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ আগষ্ট ২০২২, ১২:২৫

শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে ওসমানী মেডিকেলের সব ফটক বন্ধ

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করে রেখেছেন মেডিকেলের শিক্ষার্থীরা।

সোমবার (১ আগস্ট) রাত ১০টা থেকে সড়ক অবরোধ করে রাখেন তারা। একইসঙ্গে হাসপাতালের সব গেট বন্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এতে কোনো রোগী ও তাদের স্বজনরা হাসপাতালে ঢুকতে বা বের হতে পারছেন না।

আহত দুই শিক্ষার্থী হলেন রুদ্র ও নাইমুর রহমান ইমন। ইন্টার্ন নারী চিকিৎসককে উত্যক্ত করার জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, একজন নারী ইন্টার্ন চিকিৎসককে উত্যক্ত করার জেরে বহিরাগতরা দুইজন শিক্ষার্থীকে কুপিয়ে আহত করেছে। এ ঘটনায় সড়ক অবরোধ করা হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, স্থানীয় সাবেক কাউন্সিলর আব্দুল খালিকের ভাতিজা এ হামলার সঙ্গে জড়িত।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top