চট্টগ্রামের দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ১

রায়হান রাজীব | প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২২, ০২:৪০

বাঁশখালী উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা একটি অস্ত্রের কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব। কারখানাটি থেকে অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম ও ১০টি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়। এসময় অস্ত্র তৈরির কারিগর জাকির হোসেনকেও আটক করা হয়।

বুধবার (৩১ আগস্ট) ভোরে র‌্যাব এ বিশেষ অভিযান পরিচালনা করে। র‌্যাব- ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেন।

নুরুল আবছার জানান, বাঁশখালী উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। পরে কারখানাটিতে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার হয়। এসময় আটক করা হয় অস্ত্র তৈরির মূল কারিগর জাকির হোসেনকে। পরে এ ব্যাপারে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top