• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


সাফজয়ী পাহাড়ের ৫ ফুটবলারকে পাহাড়ী বরণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২, ০২:১১

সাফজয়ী পাহাড়ের ৫ ফুটবলারকে পাহাড়ী বরণ

সাফজয়ী পাহাড়ের পাঁচ নারী ফুটবলার রিতু পর্ণা চাকমা, রুপনা চাকমা, মনিকা চাকমা, আনুচিং ও আনাই মগিনীকে বরণ করে নিলো তাদের গ্রাম।

বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতে ৫ নারী ফুটবলার চট্টগ্রাম থেকে রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মগাছড়ি এলাকায় পৌঁছালে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন মগাছড়ি এলাকার শতশত পাহাড়ী গ্রামবাসী। এলাকার সাধারণ গ্রামবাসীরা তাদেরকে পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন।

এদিকে, তাদেরকে বরণ করতে সাধারণ গ্রামবাসীরা রাঙামাটির মূল সড়ক থেকে রিতুপর্নাদের বাড়ি পর্যন্ত কুপি জ্বালিয়ে পুরো এলাকা আলোকিত করে তুলেন।

রুপনা, রিতু পর্নারা তাদের প্রিয় মাতৃভূমিতে এসে তাদের সাফল্যের পিছনের মূল কারিগরদের কৃতজ্ঞতা জানাতে ভুলেননি।

তারা সাংবাদিকদের বলেন, আমাদের বীরসেন চাকমা, শান্তিমণি চাকমা স্যাররা না থাকলে এতদূর আসা সম্ভব হতো না। আমরা স্যারদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ।

রুপনারা বলেন, এলাকাবাসী যে আমাদেরকে এভাবে বরণ করে নিবে আমরা ভাবতেই পারিনি। আমরা অত্যন্ত খুশী।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাঙামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে ৫ নারী ফুটবলাকে সংবর্ধনা দিতে যাচ্ছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও রাঙামাটি জেলা প্রশাসন।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top