শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

জেল থেকে বেরিয়েই ৪ জনকে কুপিয়ে জখম

বরিশাল থেকে | প্রকাশিত: ২ জানুয়ারী ২০২১, ২২:১৫

ছবি: সংগৃহীত

বরিশালে কারাভোগের ১৪ বছর পর মুক্তি পেয়েই চারজনকে কুপিয়েছে নুরু ডাকাত নামের এক ব্যক্তি। বরিশালের হিজলা উপজেলার কোড়ালিয়া গ্রামের বাসিন্দা নুরু ডাকাত গুয়াবাড়িয়ার সীমানাসংলগ্ন মুলাদী উপজেলায় থাকে।

জানা যায়, নুরু জেল থেকে বের হয়ে প্রথমে কুপিয়েছেন আপন চাচাতো ভাই কাঞ্চন বাবুর্চিকে। এরপর আপন ভাই দুলাল বাবুর্চি ও তার স্ত্রী নিলুফার বেগমকে কুপিয়ে জখম করেছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার পর স্থানীয় কাউরিয়া বাজারে কাঞ্চনের ছেলে শহীদ বাবুর্চিকে কুপিয়ে জখম করে নুরু।

স্থানীয়রা জানিয়েছেন, ২০-২২ বছর আগে নুরু বাবুর্চির নির্যাতনের শিকার হয়ে এলাকা ছেড়েছেন মাওলানা নজরুল ইসলাম ও তার পরিবার। ওই সময় নুরু বাবুর্চি দিনদুপুরে তার দাদা শ্বশুরের কান কেটে নিয়েছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার বলেন, নুরু বাবুর্চিকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

এনএফ৭১/আরআর/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top