আবদুল হান্নান মাসউদের সম্পদ ও আয়কর তথ্য সামনে এসেছে
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৬, ১৮:০০
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে লড়ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। দাখিল করা হলফনামা অনুযায়ী তার স্থাবর কোনো সম্পত্তি নেই, তবে ব্যবসা থেকে বছরে আয় ৬ লাখ টাকা। এছাড়া নগদ ৩৫ লাখ ৮৩ হাজার ৪৭৫ টাকা রয়েছে।
অস্থাবর সম্পদের মধ্যে ব্যাংকে ২,০৫৫ টাকা, কোম্পানির শেয়ার এক লাখ টাকা, স্বর্ণালংকার আট লাখ টাকা, ইলেকট্রনিক্স পণ্য এক লাখ টাকা ও আসবাবপত্র এক লাখ টাকার রয়েছে। স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী শিক্ষার্থী ও তার নামে কোনো সম্পদ নেই। দাম্পত্যের নামে কোনো দায়-দেনাও নেই।
২৬ বছর বয়সী আবদুল হান্নান মাসউদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আলিম পাস। তিনি ঢাকার পরীবাগ এলাকায় ‘ডিজিল্যান্তি গ্লোবাল’ নামের ব্যবসার স্বত্বাধিকারী। ২০২৫-২৬ অর্থ বছরে আয়কর রিটার্নে তার আয়ের পরিমাণ ৬ লাখ টাকা ও সম্পদের পরিমাণ ৯৮ লাখ ৩৯ হাজার ৬৫৬ টাকা দেখানো হয়েছে। স্ত্রীর নামে কোনো আয়কর নথি নেই।
তার স্থায়ী ঠিকানা নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার সাঘরিয়া গ্রাম। বাবার নাম আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক ও মাতার নাম আয়েশা খাতুন বিলকিছ। তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।