নাচোল পৌর নির্বাচন

ধানের শীষ নিয়ে এলাকায় ফিরলেন শুচি

চাঁপাইনবাবগঞ্জ থেকে | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২১, ২১:০২

ধানের শীষ নিয়ে এলাকায় ফিরলেন শুচি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দলীয় মনোনয়নে ধানের শীষ মার্কা নিয়ে রবিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় নিজ এলাকায় ফিরেছেন জেলা মহিলাদলের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক মাসউদা আফরোজা হক শুচি।

এরআগে বুধবার দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নাচোল পৌরসভায় বিএনপির দলীয় ধানের শীষ প্রতীক দেয়া হয় শুচিকে।

এদিকে রবিবার সন্ধ্যায় তিনি এলাকায় ফিরলে শতাধিক মোটরসাইকেলে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। একই সাথে তাকে দেখতে সড়কের দুই ধারে জনতার ভিড় লক্ষ করা যায়।

এসময় উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মজিদুল হক, পৌর বিএনপির আহ্বায়ক এ কিউ এম মাসুদ হাসান রানা, পৌর বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইমতিয়াজ, নাচোল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ তন্ময়, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবুল আক্তার, নাচোল উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান সহ উপজেলা, পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ৫০০ নেতাকর্মী।

মাসউদা আফরোজা হক শুচি এক সংক্ষিপ্ত পথসভায় দলীয় মনোনয়ন পেয়ে আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া জ্ঞাপন করেন। সেই সঙ্গে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান দলীয় প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ মনোনয়ন বোর্ডের সদস্যবৃন্দের প্রতি।

তিনি বলেন, আশা করছি নাচোল পৌরবাসী আমাকে মেয়র পদে নির্বাচিত করে আধুনিক শহর গড়ার সুযোগ করে দেবে।

নাচোল পৌরসভা নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত, বাছাই হবে ৪ ফেব্রুয়ারি। এরপর ১১ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রচার শেষে ২৮ ফেব্রুয়ারি হবে ভোট।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top