তারেক রহমানের আর্থিক সহায়তা পাওয়া দৃষ্টিপ্রতিবন্ধী গফুর মল্লিকের বাড়িতে হামলা ও লুটপাট
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৬, ১৮:১৩
রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আর্থিক সহায়তা পাওয়া দৃষ্টিপ্রতিবন্ধী গফুর মল্লিকের বাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ এক নারীকে গ্রেপ্তার করেছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যার পর একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে গফুর মল্লিকের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বসতঘরের টিনের বেড়া ভেঙে ঘরে রাখা নগদ ৫৫ হাজার টাকা লুট করে নেয়। একই সঙ্গে গফুর মল্লিকের ভাই হানিফ মল্লিকের বাড়িতেও হামলা চালিয়ে মালামাল লুট করা হয়।
রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান জানান, থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর বিএনপির প্রতিনিধি দল রাজবাড়ীর পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে জন্মান্ধ ৭৮ বছর বয়সী গফুর মল্লিকের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে নগদ ১ লাখ ৭৫ হাজার টাকা সহযোগিতা হিসেবে দেওয়া হয়।
জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে প্রতিদিন ট্রেনে চড়ে নাড়ু ও বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন গফুর মল্লিক। তার মানবিক সংগ্রামের কাহিনী ‘জীবনের শেষ প্রান্তে বেঁচে থাকার লড়াইয়ে অন্ধ গফুর’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে তারেক রহমানের কাছে পৌঁছালে তিনি পরিবারের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।