বরিশালে ডেঙ্গুতে দুজনের মৃত্যু, বিভাগে মোট মৃত ৪৪
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫, ১৭:১৩
বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (৮ নভেম্বর) সকাল ৮টার মধ্যে শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এ নিয়ে চলতি বছরে বরিশাল বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে।
নিহতরা হলেন—ঝালকাঠির রাজাপুর উপজেলার ইউসুফ আলীর ছেলে আবুল কালাম (৪৮) এবং পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মো. নাসিমের স্ত্রী লাইজু বেগম (৪০)।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আবুল কালামকে শুক্রবার সকালে ভর্তি করা হলে একই দিন সন্ধ্যায় তিনি মারা যান। অন্যদিকে গত ৬ নভেম্বর ভর্তি হওয়া লাইজু বেগমের মৃত্যু হয় শুক্রবার রাতে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলায় নতুন করে ১৫৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী দুটি মেডিকেল কলেজসহ বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে চলতি বছরে বিভাগের মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৪৯ জনে, যার মধ্যে বর্তমানে ৪২৫ জন চিকিৎসাধীন।
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের তথ্যমতে, বিভাগে আক্রান্তের শীর্ষে রয়েছে বরগুনা জেলা—এখানে মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৯৮৬ জন।
অন্য জেলাগুলোর পরিস্থিতি:
বরিশাল জেলায় ১,৪৫৪ জন
পটুয়াখালী জেলায় ২,১২১ জন
ভোলা জেলায় ৩৬৮ জন
পিরোজপুরে ১,৩৬৩ জন
ঝালকাঠিতে ৬২২ জন
এ ছাড়া শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১,৯৫৯ জন এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ১,৫০৬ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, “দেশের অন্য বিভাগের তুলনায় বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তের হার কিছুটা বেশি। পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে মশাবাহিত এ রোগটি গ্রামাঞ্চলে দ্রুত ছড়াচ্ছে। তবে এ বছর মানুষের সচেতনতা বৃদ্ধি পাওয়ায় মৃত্যুহার তুলনামূলক কম।”
তিনি আরও বলেন, “ডেঙ্গু থেকে রক্ষা পেতে সবাইকে পরিবেশ পরিষ্কার রাখতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।”
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।