সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

খোমুখি বিজয়–অজিত: ফের প্রেক্ষাগৃহে ‘থেরি’ ও ‘মানকাথা’

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:৫১

খোমুখি বিজয়–অজিত: ফের প্রেক্ষাগৃহে ‘থেরি’ ও ‘মানকাথা’। ছবি: সংগৃহীত

তামিল সিনেমার বক্স অফিসে আবারও উত্তেজনার পারদ চড়তে চলেছে। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী দুই সুপারস্টার থালাপতি বিজয় ও অজিত কুমার ফের মুখোমুখি হচ্ছেন। তবে নতুন কোনো সিনেমা নয়—তাদের জনপ্রিয় দুটি ছবির রি-রিলিজ ঘিরেই একসঙ্গে আসছেন তারা।

বিজয়ের ‘থেরি’ ও অজিতের ‘মানকাথা’—দুটি সিনেমাই আগামী ২৩ জানুয়ারি একই দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক কালাইপুলি এস থানু।এই রি-রিলিজ সংঘর্ষটি এমন এক সময়ে ঘটছে, যখন বিজয়ের আসন্ন ছবি ‘জন নায়কান’ আইনি ও সেন্সর জটিলতায় আটকে রয়েছে। ফলে ২৩ জানুয়ারি দিনটি বিজয়ভক্তদের জন্য হয়ে উঠছে বিশেষ আনন্দের উপলক্ষ।

প্রাথমিকভাবে ‘থেরি’ ছবিটি পঙ্গল উপলক্ষে ১৫ জানুয়ারি মুক্তির পরিকল্পনা থাকলেও, অন্যান্য পঙ্গল রিলিজের প্রযোজকদের অনুরোধে তারিখ পরিবর্তন করা হয়। বক্স অফিসে অপ্রয়োজনীয় চাপ এড়াতেই শেষ পর্যন্ত ২৩ জানুয়ারি তারিখটি চূড়ান্ত করা হয়।

ঠিক একই দিনে প্রেক্ষাগৃহে ফিরছে অজিত কুমারের কাল্ট ক্লাসিক ছবি ‘মানকাথা’। ছবিটিতে অজিতকে দেখা যায় এক ভিন্নধর্মী, নৈতিকভাবে ধূসর অ্যান্টি-হিরো চরিত্রে, যা তামিল সিনেমায় নায়ক ভাবনার বাইরে গিয়ে নতুন দৃষ্টান্ত তৈরি করেছিল।

দুটি ছবিই ভক্তদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং বারবার দেখার মতো আবেদন রাখে। ফলে রি-রিলিজ হলেও তামিলনাড়ুর প্রেক্ষাগৃহগুলোতে দর্শকের ভিড় জমবে বলেই আশা করছেন প্রদর্শকরা। ইতোমধ্যেই শো সংখ্যা ও স্ক্রিন বণ্টন নিয়ে শুরু হয়েছে প্রস্তুতি।

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাটলি কুমার পরিচালিত ‘থেরি’ ছবিতে বিজয়ের বিপরীতে অভিনয় করেছিলেন সামান্থা রুথ প্রভু। এতে বিজয় কুমার চরিত্রে বিজয় একজন সাবেক পুলিশ কর্মকর্তা, যিনি ব্যক্তিগত ট্র্যাজেডির পর মেয়ের জন্য শান্ত জীবন বেছে নেন। তবে মেয়ের ওপর হুমকি এলে আবারও সহিংস বাস্তবতায় ফিরতে বাধ্য হন তিনি।

অন্যদিকে, ভেঙ্কট প্রভু পরিচালিত ২০১১ সালের ‘মানকাথা’ ছবিতে অজিত কুমারের ব্যতিক্রমী অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে। ছবিতে আরও অভিনয় করেছেন তৃষা কৃষ্ণান, অর্জুন সারজা প্রমুখ।

‘থেরি’ ও ‘মানকাথা’র এই একযোগে মুক্তি তামিলনাড়ুর দর্শকদের মনে আবারও ফিরিয়ে আনছে বিজয়–অজিতের দীর্ঘদিনের বক্স অফিস দ্বন্দ্বের স্মৃতি। সর্বশেষ ২০২৩ সালে পঙ্গল উৎসবে ‘ভারিসু’ ও ‘থুনিভু’ একসঙ্গে মুক্তি পেয়ে রাজ্যজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল।

সূত্র: এনডিটিভি



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top