নারায়ণগঞ্জে অর্ধশতাধিক বিড়াল উদ্ধার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ১৮:৫৩
নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি সেল্টার হোম থেকে অর্ধশতাধিক বিড়াল উদ্ধার করেছে অ্যানিমাল রাইটস বিডি। শনিবার (৮ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন এলাকা থেকে প্রাণীগুলো উদ্ধার করা হয়।
সংগঠনের সদস্য সিফাত উল্লাহ জানান, শাহরিয়ার বিদ্যুৎ নামের ব্যক্তি দীর্ঘদিন ধরে বিড়াল পালনের নামে অনুদান ও অর্থ সংগ্রহ করতেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অসুস্থ ও অবহেলিত বিড়ালের ছবি দেখিয়ে অর্থ সংগ্রহ করলেও বাস্তবে প্রাণীগুলোকে অস্বাস্থ্যকর পরিবেশে ফেলে রাখতেন এবং খাওয়াতেন না।
সিফাত উল্লাহ আরও জানান, শাহরিয়ার বিভিন্ন মানুষের কাছ থেকে বিড়াল নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত নিত এবং সংগৃহীত অর্থ নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করত। সংগঠনের সদস্যরা বলেন, তাঁর আচরণে মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ দেখা গেছে এবং স্থানটি কোনোভাবেই বিড়াল পালনের জন্য উপযুক্ত ছিল না।
অ্যানিমাল রাইটস বিডি জানিয়েছে, উদ্ধারকৃত বিড়ালগুলোকে প্রাথমিক চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। ভবিষ্যতে যদি শাহরিয়ার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে পারেন, তবে তাকে আবার প্রাণী লালন-পালনের সুযোগ দেওয়া হতে পারে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।