সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

খেলোয়াড়দের নিয়ে বিতর্কিত মন্তব্য:

বিসিবি পরিচালক নাজমুলের কারণ দর্শানোর নোটিশের জবাব

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২৬, ১৩:৫২

ছবি: সংগৃহীত

ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল। নোটিশে উল্লেখ করা হয়েছিল ১৭ জানুয়ারি পর্যন্ত তার জবাব দেওয়ার শেষ সময়। তবে সেই সময়ের মধ্যে তিনি জবাব দেননি।

গতকাল (১৮ জানুয়ারি) অবশেষে নোটিশের জবাব দিয়েছেন বিসিবির এই পরিচালক।

রবিবার রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিসিবি পরিচালক ও বোর্ডের ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ফায়াজুর রহমান। তিনি জানান, প্রাথমিকভাবে জবাবটি ইতিবাচক বলে ধারণা পাওয়া গেছে।

“জবাব পর্যালোচনা শেষে পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে,” জানান ফায়াজুর রহমান।

নোটিশের জবাব নিজেই সরাসরি বিসিবিতে জমা দিয়েছেন নাজমুল। এছাড়া তিনি চিঠিতে যে জনপ্রিয়তা পেয়েছেন, তাও উল্লেখ করেছেন।

এদিকে, ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্যের পর ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) নাজমুলের পদত্যাগের দাবি জানিয়েছিল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top