সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

পঞ্চগড়ে নামছে তাপমাত্রা, জেঁকে বসছে শীতের আমেজ!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ১৩:০৩

সংগৃহীত

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। হিমালয়ের নিকটবর্তী এই জেলায় শুরু হয়েছে শীতের আগমনী বার্তা।

গত ৭ দিন ধরেই তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে ২০ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সোমবার (১০ নভেম্বর) সকালে এখানকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বইছে ঠান্ডা বাতাস। সন্ধ্যা নামতেই এই হিমেল পরশ জানান দিচ্ছে—শীত আসছে।

আবহাওয়া অফিস আভাস দিয়েছে, চলতি সপ্তাহে উত্তরের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমতে পারে। তবে আপাতত এই শীত স্থানীয়দের কাছে উপভোগের।

এই সময়ে অনেকেই কাঞ্চনজঙ্ঘার পর্বতমালা দেখতে তেঁতুলিয়ায় ভিড় করলেও, আকাশ মেঘলা থাকায় অনেক পর্যটককে নিরাশ হতে হচ্ছে। তবে সমতলের চা বাগান আর সীমান্ত নদী দেখে মন ভরাচ্ছেন তাঁরা।

দিনের পর দিন তাপমাত্রা কমতে থাকলে, হিমালয়ের কাছাকাছি এই জেলায় শীতের তীব্রতা আরও বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top