সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

কেয়া বেতন পরিশোধ ও কারখানা চালুর দাবিতে সাভারে শ্রমিকদের বিক্ষোভ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ১৬:২৮

ছবি: সংগৃহীত

বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ কারখানা চালুর দাবিতে ঢাকার সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ডিইপিজেডের চারটি কারখানার শ্রমিকরা।

শ্রমিকরা জানান, গত ২২ অক্টোবর হঠাৎ করেই গোল্ডটেক্স লিমিটেড, গোল্ডটেক্স গার্মেন্টস, সাউথ চায়না ব্লিচিং অ্যান্ড ডায়িং ফ্যাক্টরি লিমিটেড ও এক্টর স্পোর্টিং লিমিটেড সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। এর আগে তিন মাসের বেতন পরিশোধ করা হয়নি।

সোমবার সকাল ৮টায় বকেয়া বেতন পরিশোধ ও কারখানা পুনরায় চালুর দাবিতে শ্রমিকরা ডিইপিজেডের মূল ফটকের সামনে জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করলে পুলিশ জলকামান ও টিয়ারশেল ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে। আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর এসপি মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ডিইপিজেডের নির্বাহী পরিচালক শরীফুল ইসলাম বলেন, তিনটি কারখানার শ্রমিকদের আড়াই মাসের এবং অপরটির দুই মাসের বেতন বকেয়া রয়েছে। বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর চেষ্টা চলছে। প্রয়োজনে সরকারি নিয়ম অনুসারে কারখানা বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top