মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি: | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ১০:১৩

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভালুকজান এলাকায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা চালক দগ্ধ হয়ে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে আসা আলম এশিয়া পরিবহনের বাসটি বরাবরের মতো রাতের শেষে ভালুকজান এলাকায় রেখে চালক ঘুমাচ্ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা হঠাৎ বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং বাসটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে বাসের ভেতরে ঘুমন্ত চালকের মর্মান্তিক মৃত্যু হয়।

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আগুনে পুড়ে যাওয়া বাসটি থানার সামনে এনে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top