চাকিরপশার বিল:

সবুজে মোড়া নীল জলে ভরা এক প্রাকৃতিক সৌন্দর্যের স্বর্গরাজ্য

সোহেল রানা, কুড়িগ্রাম প্রতিনিধি | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ১৪:৫০

ছবি: সংগৃহীত

চাকিরপশার বিল সবুজে মোড়া, নীল জলে ভরা এক প্রাকৃতিক সৌন্দর্যের স্বর্গরাজ্য। মৌসুম বদলের সঙ্গে সঙ্গে এই বিলের রূপও বদলে যায়। বর্ষায় বিলজুড়ে জলরাশির বিস্তার আর শীতের আগমনে তা রূপ নেয় উন্মুক্ত মাঠে। প্রকৃতির এমন রূপসী খেলা প্রতিনিয়ত মুগ্ধ করছে স্থানীয় ও বাইরের দর্শনার্থীদের।

সাম্প্রতিক সময়ে স্থানীয় প্রশাসন এই বিলকে ঘিরে গড়ে তুলতে চায় একটি টেকসই ইকো-ট্যুরিজম বা প্রাকৃতিক পর্যটন কেন্দ্র। এরই মধ্যে প্রাথমিক জরিপ সম্পন্ন হয়েছে এবং বিভিন্ন সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনাও তৈরি করা হচ্ছে।

চাকিরপশার বিলের চারপাশে গড়ে উঠেছে নানা গাছপালা, মাছ ধরার ঘাট ও পাখির অভয়ারণ্য। শীতকালে হাজারো অতিথি পাখির কলকাকলিতে মুখর থাকে পুরো এলাকা।

ভোরবেলা কুয়াশা মাখা জলের উপর সূর্যের আলো পড়লে বিলটি যেন রূপ নেয় এক অপূর্ব ছবির মতো। স্থানীয় তরুণ-তরুণীরা এখন বিলের পাশে নৌকা ভ্রমণ ও গ্রামীণ খাবারের ছোট ছোট স্টল তৈরি করেছে। এর ফলে যেমন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে, তেমনি পর্যটকরাও পাচ্ছেন গ্রামীণ জীবনের স্বাদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান জানান “চাকিরপশার বিলের প্রাকৃতিক সৌন্দর্য ও জৈব বৈচিত্র্য সংরক্ষণ করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা চলছে। আমরা চাই না এটি অযথা বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হোক; বরং স্থানীয়দের সম্পৃক্ত করে একটি পরিবেশবান্ধব পর্যটন কাঠামো তৈরি করতে চাই।”

প্রশাসনের পরিকল্পনায় রয়েছে বিলের চারপাশে হাঁটার পথ ও কাঠের সেতু নির্মাণ, নিরাপদ নৌকা ভ্রমণের ব্যবস্থা,  স্থানীয় কৃষিপণ্য ও হস্তশিল্প বিক্রির জন্য ছোট মার্কেট জোন, অতিথি পাখিদের জন্য সংরক্ষিত এলাকা, পানি ও জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশবান্ধব নিয়মনীতি প্রণয়ন।

চাকিরপশার গ্রামের বাসিন্দা  আনোয়ার হোসেন বলেন, “আগে বিল মানেই শুধু মাছ ধরা। এখন মানুষ আসে ঘুরতে, ছবি তুলতে, নৌকা চালাতে। যদি সরকার ঠিকভাবে উন্নয়ন করে, তাহলে আমাদের জীবনে নতুন সম্ভাবনা তৈরি হবে।”

স্থানীয় যুবসমাজও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা বলছে, পর্যটন বিকশিত হলে গাইড, খাবারের দোকান, নৌকা সেবা এসবের মাধ্যমে কাজের সুযোগ বাড়বে।

পরিবেশবিদরা মনে করছেন, চাকিরপশার বিল শুধু একটি প্রাকৃতিক জলাশয় নয় এটি স্থানীয় জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল। তারা পরামর্শ দিয়েছেন, প্রকল্প বাস্তবায়নের সময় যেন বিলের পানি প্রবাহ, মাছের প্রজনন ক্ষেত্র এবং অতিথি পাখিদের আবাসস্থল কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়।

চাকিরপশার বিল শুধু প্রকৃতির সৌন্দর্যের নিদর্শন নয়, এটি স্থানীয় মানুষের জীবিকা ও সংস্কৃতিরও অংশ।
পরিকল্পিত ও পরিবেশবান্ধব উন্নয়ন ঘটলে এই বিল একদিন দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পটে পরিণত হতে পারে—যেখানে মিলবে প্রকৃতি, শান্তি ও জীবিকার সুষম সমন্বয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top