বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

রাজধানীতে দুই ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু

রাজধানীতে দুই ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১১:৫১

ছবি: সংগৃহীত

রাজধানীর দুই ভিন্ন এলাকায় মাত্র আট ঘণ্টার ব্যবধানে দুই ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। একজন গুলশান থেকে, অন্যজন মোহাম্মদপুর থেকে। নিহতরা হলেন পটুয়াখালীর বাউফলের সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সদস্য সৌরভ ও মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১টার দিকে গুলশান পার্টি অফিস থেকে বাসায় ফেরার পথে লেকের পাশে দুর্বৃত্তরা সৌরভকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বাউফল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, “এটি কোনো সাধারণ হত্যা নয়, বরং একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

নিহতের পরিবার জানায়, পুলিশ ফোন করে তাদের হত্যা সংবাদ জানায়। তবে সৌরভ ঢাকায় কেন এসেছিলেন তা পরিবার জানে না।

একই দিনে সকাল ৯টার দিকে মোহাম্মদপুরে সাব্বির আহমেদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তার হাত-পা বাঁধা অবস্থায় এবং দেহে আঘাতের চিহ্ন ছিল। লাশ হ্যাংগিং অবস্থায় পাওয়া গেছে।

মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ বলেন, “সাব্বিরের মৃত্যু রহস্যজনক, আমরা ন্যায্য তদন্ত চাই।”

গুলশান থানার ওসি হাফিজুর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সৌরভের হত্যাকাণ্ড প্রেমঘটিত কারণের সঙ্গে সম্পর্কিত হতে পারে। তিনি গাড়িচালক হিসেবে কাজ করতেন।”
মোহাম্মদপুর থানার ওসি কাজি রফিক জানান, “আমরা ঘটনার তদন্ত শুরু করেছি এবং সকল দিক খতিয়ে দেখছি।”

নাগরিকদের মধ্যে এই হত্যাকাণ্ডের কারণে উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশের কাছে দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে নিহতদের পরিবার ও রাজনৈতিক দলের নেতারা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top