বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়া গ্রামীণ ব্যাংকে পেট্রোল ছড়িয়ে আগুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১২:৩২

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় মঙ্গলবার রাত দুইটার দিকে গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখায় দুর্বৃত্তরা পেট্রোল ছড়িয়ে আগুন ধরিয়ে দেয়। আগুনে ব্যাংকের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়। তবে ব্যাংকের টাকার ভোল্টের কোনো ক্ষতি হয়নি।

ব্যাংকের ম্যানেজার মো. কলিম উদ্দিন জানান, নাইটগার্ড আগুনের ঘটনায় দ্রুত খবর দেয় এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নেভায়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কে বা কারা আগুন লাগিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগও করা হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top