রাবিতে গাঁজা সেবনের সময় সাত শিক্ষার্থী আটক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১৬:৪৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাত শিক্ষার্থীকে গাঁজা সেবনের সময় আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ছাদ থেকে তাদের আটক করা হয়।
প্রক্টর অফিস সূত্রে জানা গেছে, আটক শিক্ষার্থীরা হলেন— সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের তামিম, পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নাহিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নাঈম, আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সাবিত এবং ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সাব্বির ও ইমরান।
সোহরাওয়ার্দী হল সংসদের ভিপি কাউছার হাবীব জানান, “আমরা দায়িত্ব পাওয়ার পর থেকে হলে মাদকবিরোধী নজরদারি চালিয়ে যাচ্ছি। মঙ্গলবার (১১ নভেম্বর) হল প্রশাসনের মাদকবিরোধী বিজ্ঞপ্তির পর তল্লাশির সময় কয়েকজন শিক্ষার্থী দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করে প্রভোস্ট স্যারকে জানানো হয়। সহকারী প্রক্টর এসে তাদের পুলিশের হাতে তুলে দেন।”
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক বেলাল হোসাইন বলেন, “হলের ভিপিসহ কয়েকজন শিক্ষার্থী গাঁজা সেবনরত অবস্থায় কিছু শিক্ষার্থীকে আটক করে আমাদের জানান। আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করি। তাদের কাছ থেকে গাঁজা ও অন্যান্য নেশাজাত দ্রব্য উদ্ধার করা হয়েছে।”
তিনি আরও জানান, “এটা গুরুতর অপরাধ। বিশ্ববিদ্যালয় প্রশাসন আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেবে।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।