বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ মারা গেছেন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১৮:৩৭

সংগৃহীত

সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২১ বছর। বুধবার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দীপের মামাতো ভাই দেবব্রত গুপ্ত দীপু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে বুকে ব্যথা অনুভব করলে দীপকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়। ইতোমধ্যে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং দেশে আনার প্রস্তুতি চলছে।

পারিবারিক সূত্রে জানা যায়, হোস্টেলে হঠাৎ শরীর খারাপ হলে তার সহপাঠীরা তাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। মালয়েশিয়ার একটি বাসা ভাড়া নিয়ে দীপ একাই বসবাস করতেন।

দীপংকর দাশ দীপ সিলেটের অন্যতম জনপ্রিয় ফ্যামিলি কনটেন্ট ক্রিয়েটর ছিলেন। তার মা, ছোট ভাই, নানি ও বন্ধুদের সঙ্গে তৈরি হাস্যরসাত্মক কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। তার ভিডিওগুলোতে পারিবারিক ভালোবাসা, আনন্দ ও ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়ত।

দীপের অকাল মৃত্যুর সংবাদে সামাজিক সংগঠন, কনটেন্ট ক্রিয়েটর মহল, তরুণ সমাজ ও তার ফ্যান-ফলোয়ারদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাকে শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা প্রকাশ করছেন।

সিলেটের কনটেন্ট ক্রিয়েটর নুরুল আমিন জনি বলেন, “মঙ্গলবার রাতে হঠাৎ দ্বীপের বুকে ব্যথা অনুভূত হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু নিশ্চিত করেন।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top