শ্যামনগরে সেনাবাহিনীর মধ্যরাতের অভিযানে অস্ত্রসহ এক ব্যক্তি আটক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১৬:৩৪
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন ছোট ভেটখালী এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও গুলাবারুদসহ এসএম সাইফুল ওয়াদুদ (৫১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) রাত ১টার দিকে কালিগঞ্জ আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা এই ‘মিডনাইট অপারেশন’ পরিচালনা করেন।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ দল ছোট টেংরাখালী এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে সাইফুল ওয়াদুদ পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে একটি সিঙ্গেল ব্যারেল বন্দুক, ২৭ রাউন্ড শটগানের গুলি এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
সাইফুল ওয়াদুদ শ্যামনগর উপজেলার যতীন্দ্রনগর গ্রামের মৃত আবু বক্কর সরদারের ছেলে। স্থানীয় সূত্র জানায়, তিনি ২০১৭ সালেও হরিনগর বাজার এলাকা থেকে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।
পরবর্তীতে সোমবার (১৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গুলাবারুদ থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।