সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

বরিশালের মেহেন্দিগঞ্জে পরিত্যক্ত শৌচাগার থেকে নবজাতক উদ্ধার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১৭:২৩

সংগৃহীত

মেহেন্দিগঞ্জ উপজেলার সাদেকপুর গ্রামে সোমবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে একটি পরিত্যক্ত শৌচাগার থেকে এক নবজাতক উদ্ধার করা হয়েছে।

মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. ফখরুল ইসলাম জানান, ভোরে ফজরের নামাজ পড়তে বের হওয়া গ্রামের বাসিন্দা মতিন হাওলাদার রাস্তার পাশে শৌচাগারের ভিতর থেকে শিশুর কান্নার শব্দ শুনেন। কাছে গিয়ে তিনি দেখতে পান কাঁথায় মোড়ানো অবস্থায় এক নবজাতক ফেলে রাখা হয়েছে। এরপর তিনি নবজাতককে উদ্ধার করে পুলিশকে খবর দেন।

ওসি মো. ফখরুল ইসলাম বলেন, নবজাতকের বয়স প্রায় ২-৩ দিন হতে পারে এবং পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। ধারণা করা হচ্ছে গভীর রাতে কেউ নবজাতককে শৌচাগারে ফেলে গেছে। নবজাতককে আপাতত মতিন হাওলাদারের হেফাজতে রাখা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় নবজাতকের চিকিৎসাসহ সব ধরনের সহায়তা করবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top