সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

স্ত্রীকে তালাকের পর দুধ দিয়ে গোসল, ফেসবুকে ভিডিও প্রকাশ করেছেন যুবক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১৭:২৫

সংগৃহীত

পাংশা উপজেলার পশ্চিম মাছপাড়া গ্রামে রোববার (১৬ নভেম্বর) এক অস্বাভাবিক ঘটনা ঘটেছে, যেখানে জুয়েল রানা নামের এক যুবক স্ত্রীকে তালাক দেওয়ার পর এক মণ দুধ দিয়ে গোসল করেছেন এবং সেই গোসলের ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়েল রানা প্রায় ৪ বছর আগে একই ইউনিয়নের এক মেয়েকে বিয়ে করেছিলেন। তাদের দাম্পত্য জীবনে একটি ছেলে সন্তান রয়েছে। জীবিকার তাগিদে জুয়েল রানা কিছুদিন আগে সিঙ্গাপুরে প্রবাস জীবন শুরু করেন। প্রবাসে থাকাকালীন স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ ওঠে, যা ঘনঘন স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের সৃষ্টি করেছিল।

গত ১২ নভেম্বর দেশে ফেরার পর জুয়েল ১৬ নভেম্বর রবিবার তার স্ত্রীকে তালাক দেন। এরপর তিনি এক মণ দুধ দিয়ে গোসল করেন এবং সেই ভিডিও ফেসবুকে প্রকাশ করেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, সবই আল্লাহ তাআলার ইচ্ছা… জীবনের একটি কালো অধ্যায় শেষ করলাম। আল্লাহ তাআলা যেন আমার সামনের দিনগুলো সহজ করে দেন এবং সমস্যা মোকাবিলা করার তৌফিক দান করেন।’

জুয়েল রানা আরও লিখেছেন, জীবনের ছোট্ট ভুল সিদ্ধান্তের কারণে দীর্ঘদিন ভুলের খেসারত দিতে হয়েছে, তবে আল্লাহর রহমতে সেই সমাধান এখন তিনি করতে পেরেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top