বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

পটুয়াখালী কলাপাড়ায় গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে নৌবহর অনুষ্ঠিত

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১৪:০০

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় গ্যাস সম্প্রসারণের পরিকল্পনার বিরুদ্ধে আজ বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় আন্ধার মানিক নদীতে বিশেষ নৌবহর অনুষ্ঠিত হয়েছে। “বিশ্বব্যাপী কর্ম দিবস-২০২৫” উপলক্ষে পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ধরা, ওয়াটার কিপার্স বাংলাদেশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর যৌথ উদ্যোগে এ কর্মসূচি আয়োজিত হয়।

নৌবহরের মাধ্যমে স্লোগান প্রদর্শন, ব্যানার ও প্লাকার্ডসহ গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়। প্রায় দুই ঘণ্টা চলা এ কর্মসূচিতে কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু, নজরুল ইসলাম, সাইফুল্লাহ মাহমুদ, নাজমুস সাকিব প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা উপকূলীয় এলাকায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ও এলএনজি টার্মিনাল নির্মাণ প্রক্রিয়া বন্ধের দাবি জানান। এছাড়া সকল ধরনের ফসিল জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রণে সরকারের প্রতি আহ্বান জানান। নৌবহরটি আন্ধার মানিক নদীর প্রায় পাঁচ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top