দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা দাবি
কুড়িগ্রামে সাংবাদিককে প্রকাশ্যে হুমকি ও গালিগালাজ
কুড়িগ্রাম প্রতিনিধি | প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২৬, ১৩:১৫
কুড়িগ্রামের রাজারহাটে দৈনিক ‘সকালবেলা’ পত্রিকার স্টাফ রিপোর্টার ও আনসার-ভিডিপি সদস্য আব্দুল আল মামুনকে প্রকাশ্যে গালিগালাজ, লাঞ্ছনার চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত আপন ইসলাম নিজেকে বিএনপি কর্মী এবং স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচয় দিয়ে এই হুমকি প্রদান করেন।
ভুক্তভোগী সাংবাদিক আব্দুল আল মামুন রাজারহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ঘটনার বিবরণে জানা গেছে, গত রাতে রাজারহাট বাজারের ‘আলী হোটেল’-এর সামনে অবস্থানকালে দালালি পাড়া এলাকার মোঃ আমজাদ ইসলামের ছেলে আপন ইসলাম সাংবাদিকের ওপর অতর্কিত আক্রমণাত্মক আচরণ শুরু করেন। মামুন পেশাগত পরিচয়পত্র (আইডি কার্ড) দেখানোর পরও অভিযুক্ত তা অগ্রাহ্য করেন। বরং রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে জনসম্মুখে কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করেন এবং মারতে তেড়ে আসেন। এক পর্যায়ে কিশোর গ্যাংয়ের সদস্য পরিচয় দিয়ে প্রাণনাশের হুমকিও দেন।
ভুক্তভোগী সাংবাদিক বলেন, “আমি একইসঙ্গে সংবাদকর্মী ও শৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য হলেও অভিযুক্ত চরম ঔদ্ধত্য প্রদর্শন করেছে।”
স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে এই ঘটনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, আপন ইসলাম এলাকায় কিশোর গ্যাং কালচারের মাধ্যমে সাধারণ মানুষকে প্রায়ই হয়রানি করে থাকেন।
রাজারহাট থানা পুলিশ জানিয়েছে, “সাংবাদিকের অভিযোগটি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সাংবাদিক আব্দুল আল মামুন প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন যেন কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রুখে দেওয়া যায় এবং নিরাপত্তাহীনতা দূর হয়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।