গাজীপুরের কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে চার ইউনিট ফায়ার সার্ভিস
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১৪:৩১
গাজীপুরের বাঘেরবাজার এলাকায় একটি কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে কারখানায় কর্মরত নিরাপত্তা কর্মীরা প্রাথমিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকলে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, “আগুন নিয়ন্ত্রণে আমাদের চারটি ইউনিট কাজ করছে। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো যাবে।”
স্থানীয়দের মতে, আগুন লাগার সময় কারখানার ভেতর ধোঁয়ায় এলাকা ঘন হয়ে যায় এবং আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
পরিস্থিতি পর্যবেক্ষণ ও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।