বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

শরীয়তপুরের নড়িয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে

শরিয়তপুর প্রতিনিধি | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ১৫:২৬

সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি — প্রাণিসম্পদে হবে উন্নতি” শ্লোগানকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং উপজেলা ভেটেরিনারি হাসপাতাল।

বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাইয়ুম খান প্রদর্শনী মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ফারুক হোসেন। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা লাকি দাস ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সবুজ চৌধুরী।

প্রদর্শনীতে প্রাণিসম্পদ উন্নয়ন, রোগমুক্ত ও নিরাপদ খাদ্য উৎপাদনে বিশেষ অবদান রাখা খামারি উদ্যোক্তাদের মধ্যে ৯ জনকে ক্রেস্ট উপহার ও পুরস্কৃত করা হয়।

দর্শনার্থীরা প্রদর্শনীতে পরপর তিন বছর ২টি করে বাছুর প্রসবকারী গরু দেখতে ভিড় জমান। এছাড়া দেশি ও বিদেশি উন্নত জাতের পশু-পাখির সমারোহে প্রদর্শনী মেলার মাঠ চত্বর মুখরিত হয়ে ওঠে। আয়োজকরা জানান, এই প্রদর্শণীর মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা ও খামারি তৈরি হবে।

মফিজুর রহমান রিপন,শরীয়তপুর প্রতিনিধি

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top