মাদারীপুর পৌর নির্বাচনে ধানের শীষের প্রচারণায় বিএনপির খোকন তালুকদার

শফিক স্বপন: | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০০:০৪

মাদারীপুর পৌর নির্বাচনে ধানের শীষের প্রচারণায় বিএনপির খোকন তালুকদার

মাদারীপুর পৌরসভা নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী জাহান্দার আলী জাহানের পক্ষে গণসংযোগ করলেন বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের মাটি ও গণমানুষের নেতা আনিসুর রহমান তালুকদার খোকন।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মাদারীপুর জেলার সহস্রাধিক দলীয় নেতা কর্মীও সমর্থকদের নিয়ে পৌরসভার ৭,৮ও ৯ নং ওয়ার্ডের চরমুগরিয়া এলাকায় ধানের শীষের বিজয়ের লক্ষে গণসংযোগ করেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা।

এ সময় কেন্দ্রীয় নেতা খোকন তালুকদার সাংবাদিকদের বলেন,প্রত্যেক ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সালাম পৌঁছে দিয়েছি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি শেষ ভালোতো সব ভাল। তাই শেষ নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য আপনাদেরকে বিনয়ের সহিত অনুরোধ করছি। অন্যথায় সমস্ত নেতাকর্মী নিয়ে রুখে দাঁড়াব।

বিএনপি প্রার্থী জাহান্দার আলী জাহান বলেন,মাদারীপুরের পৌরসভা ও সদরে বিএনপি অনেক শক্তিশালী। নির্বাচনে সরকারি দল ও প্রশাসন দ্বারা বাঁধা গ্রস্ত না হলে আগামী ২৮ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষের বিজয় শতভাগ নিশ্চিত হবে ইনশাআল্লাহ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য মোঃনজরুল ইসলাম লিটু,গাউছ উর রহমান,রাজৈর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওহাব মিয়া,সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবু,ডাসার থানা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, বিএনপি নেতা ফিরোজ মাহমুদ,মোঃ লিটু,সায়েম বেপারী,জেলা যুবদলের সভাপতি মোফাজ্জেল হোসেন খাঁন মফা,সাধারণ সম্পাদক মোঃ ফারুক বেপারী,স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সাহাদাত হোসেন,সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ,বিএনপি নেতা নুরুজ্জামান তালুকদার, ছাত্রদল নেতা মেহেদি হাসান জাকির,আব্দুল হাই,মামুন সিকদার,নজরুল ইসলাম, মোঃ সজিব খানসহ অসংখ্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য,মাদারীপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৮ ফেব্রুয়ারি। নয়টি ওয়ার্ডে ৫১,৭৭৮ একান্ন হাজার সাতশত আটাত্তর জন ভোটার রয়েছে। এদের মধ্যে পুরুষ ২৪,৭২৩ (চব্বিশ হাজার সাতশত তেইশ) এবং মহিলা ২৬,৭৫৫ ( ছাব্বিশ হাজার সাতশত পঞ্চান্ন) নির্বাচনে ভোট প্রদান করবেন বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top