মেধাবী ছাত্র গোবিন্দের পাশে দাঁড়ালেন গাইবান্ধার জেলা প্রশাসক
গাইবান্ধা থেকে | প্রকাশিত: ১৩ মে ২০২১, ০১:৫৯
![মেধাবী ছাত্র গোবিন্দের পাশে দাঁড়ালেন গাইবান্ধার জেলা প্রশাসক](https://www.newsflash71.com/uploads/shares/Gaybandha-Newsflash71-Recovered-2021-05-12-17-59-12.jpg)
দারিদ্রকে জয় করে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে মেধাবী ছাত্র গোবিন্দ চন্দ্র। সে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ৭ নং ইদিলপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। পিতা কমল চন্দ্র পেশায় মৎসজীবী এবং মাতা সুধারানী গৃহিণী। পরিবারের আর্থিক অসচ্ছলতা সত্যেও নিজের মেধাকে পুঁজি করে মেডিকেল ভর্তি পরীক্ষায় ৩৪৪৯ তম হয়েছে গোবিন্দ।
কিন্তু এই অদম্য মেধাবীর মেডিকেল ভর্তি খরচ দেয়া তার পিতার পক্ষে অসম্ভব। এমন সময়ে এই অদম্য মেধাবীর পাশে এসে দাঁড়িয়েছেন গাইবান্ধা জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন।
গতকাল ১২ এপ্রিল বুধবার তিনি নিজ উদ্যোগে তাকে জেলা প্রশাসকের কার্যালয়ে ডেকে এনে তার মেডিকেলে ভর্তির জন্য প্রয়োজনীয় অর্থ প্রদান করেন। এবং যে কোন প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আশ্বাস দেন। জেলা প্রশাসক কাছ থেকে আর্থিক সাহায্য, শুভকামনা এবং দোয়া পেয়ে আপ্লুত হয়ে এই মেধাবী শিক্ষার্থী জেলা প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং ভবিষ্যতে ডাক্তার হয়ে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করে। গোবিন্দ পলাশবাড়ী সরকারি কলেজ থেকে ২০২০ সালে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়।ভর্তির জন্য আর্থিক সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারী কলেজের শিক্ষক আব্দুল কাইয়ুম আজাদ। এভাবে মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে জাতি গঠনে অবদান রাখার জন্য জেলা প্রশাসকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষক আব্দুল কাইয়ুম।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।