বৃহঃস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

মানবতার দোকান থে‌কে ৫ টাকায় ঈদ উপহার পেল ৫'শ শিশু

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ১৩ মে ২০২১, ২১:৩৫

মানবতার দোকান থে‌কে ৫ টাকায় ঈদ উপহার পেল ৫'শ শিশু

গোপালগ‌ঞ্জে মানবতার দোকান থেকে মাত্র ৫ টাকায় ঈদ উপহার পেল দুই উপজেলার ৫'শ সুবিধা বঞ্চিত শিশু।

কয়েকজন ছাত্রলীগ নেতা, চাকুরীজীবী, ব্যবসায়ীর উদ্যোগে এ দোকান‌টি খোলা হয়। উদ্যোক্তারা নিজস্ব ব্যবস্থাপনায় টাকা জোগাড় করে ছোটদের পোশাক কিনে নামমাত্র প্রতীকি ৫ টাকা মূল্য রেখে কাপড় বিতরণ করে।

১০ মে থেকে ১২ মে তিনদিন পর্যন্ত তাদের এই কার্যক্রম চলে । তাদের এই কার্যক্রমে প্রায় ৮০ হাজার টাকা খরচ হয়েছে ।

মুকসুদপুর কলেজ এ দোকান খুলে ২ শতাধিক শিশুরা পোষাক গ্রহণ করে। মুকসুদপুর উপ‌জেলার ভাবশুরের বোয়ালিয়া, গোবিন্দপুরের গোপালপুর এবং কাশিয়ানী উপ‌জেলার সদর ও রাজপাট গ্রামে এই মানবতার দোকান খুলে শিশুদের প্রতীকী মূল্য নিয়ে তাদের পছন্দের পোশাক তুলে দেয়া হয়।

মুকসুদপুর কলেজ ছাত্রলীগ সভাপতি জব্বারুল আলম মাহফুজ বলেন, মুকসুদপুরের চাকুরীজীবী রুদ্র মাহমুদ রাসেল এর প্রস্তাবনায় তাদের কয়েকজন বড়ভাই এবং সমমনা কয়েকজন নিজস্ব ঈদ শপিং এর টাকা থেকে বাচিয়ে প্রথমে ৩শ সুবিধাবঞ্চিত শিশুকে টার্গেট করে উদ্যোগ গ্রহণ করা হয়। রমজানের ২৩ তারিখে উদ্যোগ নিয়ে ২৬ তারিখেই শিশুদের হাতে পোশাক তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এজন্য তহবিল সংগ্রহ, পোশাক কেনার জন্য ঢাকা যাওয়া, আসা, এবং বিতরণ করা হয় অতি দ্রুত সময়ের মধ্যে।

বাটিকামারী কলেজের আইসিটি শিক্ষক ইনজামুল হক রাকিব জানান তাদের এই কার্যক্রমে ৮০ হাজার টাকা ব্যয় হয়েছে। এই টাকা নাম প্রকাশে অনিচ্ছুক কিছু বড়ভাই ও আমাদের বেশকিছু শিক্ষার্থীরা নিজেদের হাত খরচা টাকা বাঁচিয়ে এই তহবিলে দান করেছে। প্রচণ্ড খরাসহ প্রাকৃতিক দুর্যোগ এবং করোনার জন্য সামাজিক দূরত্ব বজায় রেখেই এরাই তাদের কার্যক্রম চালিয়েছে।

মুকসুদপুর ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব বাবু জানান কয়েকজন যুবকের একান্ত আগ্রহে এই কার্যক্রম সফল হয়েছে। আগামী যে কোন ধর্মীয় উৎসবে এই আয়োজকরা হাজার সুবিধা বঞ্চিতদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top