বৃহঃস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

জামালপুর ইউনিয়নে ২১৮৫ জনের প্রত্যেকে পেলেন ৪৫০ টাকা

গাইবান্ধা থেকে | প্রকাশিত: ১৩ মে ২০২১, ২১:৫৩

জামালপুর ইউনিয়নে ২১৮৫ জনের প্রত্যেকে পেলেন ৪৫০ টাকা

গাইবান্ধা ইদুল ফিতর উপলক্ষে সাদুল্লাপুরের জামালপুর ইউনিয়নের ২ হাজার ১৮৫ জন দরিদ্র-অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এসব মানুষের প্রত্যেকে পেয়েছেন নগদ ৪৫০ টাকা।

সরকারি বরাদ্দের ওই অর্থ মঙ্গলবার ও বুধবার পর্যন্ত বিতরণ করেন জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান মণ্ডল। এসময় ট্যাগ অফিসার ননী গোপাল, ইউপি সচিব ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ মোকামিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জামালপুর ইউনিয়নের কর্মহীন দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ ১ হাজার ৬৩০ জন ও জিআর ৫৫৫ জনসহ মোট ২ হাজার ১৮৫ জনের প্রত্যেককে ৪৫০ টাকা হারে প্রদান করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মণ্ডল।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top