• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


অধিকার আদায়ে মুক্তিযোদ্ধার সন্তানদের ঐক্যবদ্ধ হতে হবে

সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে | প্রকাশিত: ২৭ মে ২০২১, ২৩:১৪

অধিকার আদায়ে মুক্তিযোদ্ধার সন্তানদের ঐক্যবদ্ধ হতে হবে

দোয়ারাবাজারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ দোয়ারাবাজার উপজেলা শাখার আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী বশির আহমেদ এর সভাপতিত্বে, সদস্য সচিব রুহুল ফেরদৌস পুলক এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর চেয়ারম্যান সোলায়মান মিয়া।

সেই সাথে প্রধান বক্তা হিসাবে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ মহাসচিব শফিকুল ইসলাম বাবু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সফর আলী, বীর মুক্তিযোদ্ধা সামছুল হক, নুরুল ইসলাম, নমু মিয়া, শুকুর আলী, জালাল উদ্দিন।

সভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সহ যুগ্ম আন্তর্জাতিক সম্পাদক ইলিয়াছ মিয়া, সুনামগঞ্জ জেলা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক আব্দুল হক, সদস্য সচিব পারভেছ আহমেদ সুহেল, মুক্তিযোদ্ধা সন্তান মাসুক মিয়া, আব্দুল মতিন খছরু, আলী হোসেন, ওয়ালিদ মিয়া, তাজুল ইসলাম, আক্তার হোসেন প্রমুখ স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সন্তান আল আমিন।

বক্তারা বলেন, অধিকার আদায়, ইতিহাস বিকৃতি, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদকে রুখতে মুক্তিযোদ্ধার সন্তানদের ঐক্যবদ্ধ হতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতা বার বার অপশক্তির দখলে রেখে দেশের আসল ইতিহাস বিকৃত করার কারণে নতুন প্রজন্মের অনেকেই মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের অবদানের কথা জানে না।

তারা আরো, দেশ বিরোধীরা মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করেছে। বাঙ্গালি জাতির স্বপ্নকে দাবিয়ে রাখা হয়েছে অপশক্তির হাত থেকে দেশ রক্ষায় নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। ’মুক্তিযোদ্ধা সন্তানেরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে সকলকে আরো ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top