রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

ছেলেই মায়ের খুনি; ৫ টুকরো লাশের রহস্য উদঘাটন  

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০, ১৯:১১

নোয়াখালী প্রতিনিধিঃ

গত ৭ অক্টোবর নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নুর জাহান নামের এক নারীকে পাঁচ টুকরো করে হত্যার মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন জানান, ছেলে হুমায়ুন কবিরই তার মা নূর জাহানের হত্যাকারী।

এ ঘটনায় হুমায়ুনসহ ৭ জন জড়িত বলে জানান তিনি। প্রধান আসামী হিসেবে পুলিশ হুমায়ুনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, হুমায়ুনের ছোট ভাই বেলালের মৃত্যুর সময় রেখে যাওয়া ঋণের টাকা পরিশোধ করার জন্য পাওনাদাররা তাকে চাপ দিতে থাকে। হুমায়ুন তার মাকে ঋণের টাকা পরিশোধ করতে বললে নুর জাহান বেগম টাকা দিতে অস্বীকৃতি জানান। এতে হুমায়ুন ক্ষিপ্ত হয়ে মাকে হত্যার পরিকল্পনা করেন।

পরিকল্পনা মাফিক হুমায়ন তার মাকে হত্যা করে মৃতদেহ কয়েক টুকরো করে সেগুলো ধানক্ষেতে ফেলে রেখে যায়। পরে থানায় গিয়ে হুমায়ুন নিজেই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় হুমায়ুনসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে দু’জন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর বিকেলে উপজেলার চরজব্বার ইউনিয়নের এক নম্বর ওয়াডের উত্তর জাহানারা গ্রামের প্রভিটা ফিডের পেছনের একটি ধানক্ষেত থেকে জাহানারা বেগমের মৃত্যদেহ উদ্ধার করে পুলিশ।

এনএফ/এবিআর/এমকে/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top