রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

স্বামীর পরকীয়ায় প্রতিবাদ করায় স্ত্রীকে খুনের অভিযোগ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১ নভেম্বর ২০২০, ১৪:০০

পাবনা থেকে:

পরকীয়ায় আসক্ত স্বামীর মানিব্যাগে প্রেমিকার ছবি দেখে প্রতিবাদ করায় ঐশী খাতুন নামে এক গৃহবধুকে খুন করার অভিযোগ উঠেছে স্বামী জাহিদ হাসানের বিরুদ্ধে।

শনিবার (৩১ অক্টোবর) রাতে পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া গ্রামে জাহিদ হাসানের বাড়িতে ঘটনা ঘটে।

ঐশির স্বজনদের অভিযোগ, স্বামীর মানিব্যাগে তার প্রেমিকার ছবি দেখে প্রতিবাদ করার ঘটনার সূত্র ধরে ঐশীর সাথে ঝগড়া হয়। এসময় ঐশিকে বেধড়ক মারধর করা হয়। এতে মৃত্যু হয় তার।  পরে ঐশির মৃত্যুকে আত্মহত্যা বলে প্রচার করার চেষ্টাও করেন জাহিদ ও তার পরিবার।

এ ঘটনায় রাতেই জাহিদ ও তার পরিবারের কয়েক সদস্যের নামে থানায় মামলা দায়ের করেছেন ঐশির মা।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাসীর উদ্দিন লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, ঐশীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর এটি হত্যা না আত্মহত্যা এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

তিনি আরো জানান, নিহতের মা এর লিখিত অভিযোগ পাওয়ার পর সাথে সাথেই অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হয়। কিন্তু জাহিদ ও তার পরিবার বাড়ি থেকে পালিয়ে গেছে।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top