টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ইয়াবা উদ্ধার

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২০, ১৯:০১

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফ বাজারে অভিযান চালিয়ে ১৬ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি) টেকনাফ স্টেশন। মঙ্গলবার ( ৩ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিনব কায়দায় গাড়িতে লুকায়িত ইয়াবা উদ্ধার করা হয়।

উল্লেখ্য উদ্ধারকৃত ইয়াবাগুলো পিক-আপ এর পিছনে বক্স বাম্পারে ঝালাই করে বিশেষভাবে লুকায়িত ছিল। উক্ত পিক-আপটি টেকনাফ বাজারে রাখা ছিলো এবং পিক-আপ এ কোন চালক না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ইয়াবা ও পিক-আপটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে, নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top